পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার থানার রাজাশন থেকে র‍্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাদকসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তারা ইউনিফর্ম পরে পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। 

তিনি জানান, শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এইচকে