রাজধানীর মহাখালীর পুলিশ বক্সের সামনে বিআরটিসি বাসের চাপায় রনি (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় কিশোরটির বাবা অলি আহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।

নিহত রনির বাবা অলি ঢাকা পোস্টকে বলেন, আমার একটি ভ্যান আছে, সেটি চালিয়ে সংসারের খরচ মেটাতে হয়। আজ ইটবোঝাই করে ছেলেকে নিয়ে মহাখালী পুলিশ বক্সের সামনে দিয়ে গলিতে ঢোকার সময় বিআরটিসির ডাবল ডেকার একটি বাস আমাদের চাপা দেয়। এতে ছেলের কোমরে চাপ লাগে। আমিও আহত হই। আমার ভ্যান দুমড়ে মুচড়ে যায়। পরে ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ডাক্তার জানায়, ছেলে আর নেই। ঘাতক বাসটিকে সার্জেন্ট আটক করেছে।

তিনি আরও জানান, আমরা ১ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে মহাখালী ৭তলা বস্তি এলাকায় থাকি। আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর ডুমকি থানার পাঙ্গাইসা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মহাখালীতে বিআরটিসি বাসের চাপায় আহত এক কিশোরকে ঢাকা মেডিকেলে আনা হয়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসএএ/জেডএস