ডিজেলচালিত বাসের ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়ছে। নতুন ভাড়া বাস্তবায়নের জন্য সোমবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভাড়ার তালিকা তৈরির কাজ শুরু করবে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিআরটিএ’র সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের ভাড়ার তালিকা তৈরি করার জন্য বলেছি, তারা সোমবার থেকে এই কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

এদিকে নতুন ভাড়ার ক্ষেত্রে দূরপাল্লায় প্রতি কিলোমিটারে বেড়ে হবে এক টাকা ৮০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে বেড়ে হচ্ছে দুই টাকা ১৫ পয়সা। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে।

পিএসডি/জেডএস