সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য একটি বৈষম্যহীন সমাজ গড়তে হবে। 

রোববার (৭ নভেম্বর) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 

মন্ত্রী বলেন, শিশুদের কল্যাণ নিশ্চিতে বঙ্গবন্ধু শিশু আইন প্রণয়ন করে গেছেন। বর্তমান সরকার শিশুদের সুরক্ষা ও পরিপূর্ণ বিকাশ উপযোগী একটি রাষ্ট্র গঠনে কাজ করছে। 

মন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুদের উদ্ধার, জরুরি সেবা ও টেলিফোনে কাউন্সেলিংয়ের জন্য বিনামূল্যে শিশু হেল্পলাইন ‌১০৯৮ চালু রয়েছে। 

এ ব্যবস্থা আরও কার্যকর করতে সিএসপিবি প্রকল্পের মাধ্যমে সমাজকর্মীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠান শেষে মন্ত্রী ১৪১ জন শিশুসুরক্ষা সমাজকর্মীকে ল্যাপটপ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

এসএইচআর/ওএফ