চট্টগ্রামের হালিশহররের গোডাউন বাজার এলাকায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, গোডাউন বাজারে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ দুটি  ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেও জানিয়েছেন তিনি। কাঁচাঘরের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। 

কেএম/এসএম