সুন্দরবনের দুবলার চরে রাসমেলা স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। জীববৈচিত্র্য সংরক্ষণে এ বছর থেকে এ মেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের পুজা ও পূণ্যস্নান চালু থাকবে। 

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে সোমবার (৮ নভেম্বর) দেশের ১০ জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ধর্মীয় স্পর্শকাতর বিষয় বিধায় রাস পূর্ণিমা উপলক্ষে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের পুজা ও পূণ্যস্নান চালু রাখা, সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে রাসমেলা ২০২১ সাল থেকে স্থায়ীভাবে বন্ধ করা এবং উক্ত সময়ে পূণ্যার্থী বা তীর্থযাত্রী সনাতন ধর্মাবলম্বী ব্যতীত অন্যান্যদের সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে প্রতিবছর সুন্দরবনের দুবলার চরে বসা এ মেলায় হাজার হাজার পূণ্যার্থী আর পর্যটক ভিড় করেন। যে স্থানে রাসমেলা হয়, সেটি একটি সংরক্ষিত বনাঞ্চল। 

মেলা উপলক্ষে হাজারো মানুষ সেখানে যাওয়ায় একদিকে যেমন বন্যপ্রাণীর ক্ষতি হয়, অন্যদিকে ওই স্থানে মানুষের ফেলে দেওয়া আবর্জনায় ক্ষতি হয় বনের। এতে জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। এ কারণে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে রাসমেলা বন্ধের নির্দেশ দিল সরকার। 

এসএইচআর/জেডএস