বাংলাদেশ থেকে ভারতের বাজারে তেলের দাম বেশি হওয়ায় ট্রাকে ভরে তেল নিয়ে যায় চালকরা। পাচার বন্ধে ব্যবস্থা নিতে দাম বাড়ানোর আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মঙ্গলবার (৯ নভেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিভাগের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ২৬টি স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশে পণ্যবাহী অনেক ট্রাক ঢুকে। একটি স্থল বন্দরে যদি প্রতিদিন ১০টি করেও ট্রাক ঢুকে সে হিসেবে ২৬০টি ট্রাক। একেকটির ধারণ ক্ষমতা ২০০ থেকে ৩০০ লিটার। তারা যদি ২০০ লিটার করেও নেয় সে হিসেবে হাজার-হাজার লিটার তেল পাচার হয়ে যায়।  

কম দিয়ে পাওয়ায় তারা তেল ভরে নিয়ে যায় বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। এছাড়া অবৈধভাবেও তেল পাচার হয়। এ ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে ১০ দিন আগে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (অপারেশন) মু. আ. হামিদ জমাদ্দার ঢাকা পোস্টকে বলেন, দেশে তেলের দাম বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও ভারতে এখনো বাংলাদেশের তুলনায় দাম বেশি। কলকাতায় এখন তেলের দাম ৮৯.৭৯ রুপি (১০৪ টাকা)। আর আমাদের দেশে ৮০ টাকা। 

অতিরিক্ত সচিব বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। এ চিঠি ১০ দিন আগে দেওয়া হয়েছে। পাচার বন্ধে আমরা চেষ্টা করব। সবাইকে পাচার বন্ধের জন্য বলেছি। আমরা চেষ্টা করছি, আপনারাও বলুন, যেন দেশ থেকে তেল পাচার না হয়।

এসএইচআর/ওএফ