সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য বেগম মেরিনা জাহান শপথ নেবেন বৃহস্পতিবার (১১ নভেম্বর)। 

বুধবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৭ সিরাজগঞ্জ-৬ হতে উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য বেগম মেরিনা জাহানকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

২ সেপ্টেম্বর সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর গত ২ নভেম্বর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকে এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে জাপা প্রার্থী মোক্তার হোসেন লাঙল মার্কায় ৫৩৫ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ন কবির মোটরগাড়ি মার্কায় পেয়েছেন ৩৪৩ ভোট।

এইউএ/এসএম