পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) চার লেনে উন্নীত হবে রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক। বুধবার (১০ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে (ভার্চুয়াল) এ সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে শেষে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদফতরের মাধ্যমে রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নে বিনিয়োগকারী হিসেবে যৌথভাবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগের প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রকল্পে চায়না কোম্পানির বিনিয়োগ কত- জানতে চাইলে তিনি বলেন, এ প্রকল্পটির সম্ভাব্য ব্যয়ের পরিমাণ ২ হাজার ৯০ কোটি টাকা। যারা এ প্রকল্পটি বাস্তবায়ন করবে পুরো টাকা তারাই বিনিয়োগ করবে। এছাড়া ২৫ বছর পর্যন্ত প্রকল্পটি রক্ষণাবেক্ষণও করবেন তারা।

বৈঠকে রাজউকের আওতায় শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাতিলের প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এসএইচআর/এমএইচএস