নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় নির্বাচনী দায়িত্ব পালনের সময় অতর্কিত হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। ওই দুই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়েও নিয়ে যায় হামলাকারীরা। পরে অবশ্য সেগুলো উদ্ধার করা হয়।  

বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাতে তাদের  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত দুই পুলিশ সদস্য হলেন- নারায়ণগঞ্জ ডিবির ইন্সপেক্টর (পরিদর্শক) মো. নিরু (৪৫) ও এসআই সোহেল মোল্লা (৩০)। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশ কনস্টেবল শাকিল ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ১১টার সময় আমরা বন্দর এলাকায় নির্বাচন উপলক্ষে টহল দিচ্ছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই  হামলা চালানো হয়। হামলাকারীরা নিরু স্যারের মাথায় এবং সোহেল স্যারের গলায় ছুরিকাঘাত করে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা ভালো নয়।

আহত সোহেল মোল্লাকে পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান শাকিল। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জ ডিবির দুই অফিসারকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে একজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এসএএ/এনএফ