ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর এলাকায় মোছা. রূপা আক্তার (৩০) নামের এক গৃহবধূ তার স্বামীর  ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে স্বামী আব্দুল জাহের পলাতক রয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিবারটি দরিদ্র। অভাব-অনটনে চলে তাদের সংসার। এ কারণে তাদের মধ্যে কলহ লেগে থাকত। আজ ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে রূপার বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেন তার স্বামী জাহের। এতে রূপা ঘটনাস্থলে মারা যান। জাহের এখন পলাতক। তাকে গ্রেফতারের জন্য  অভিযান পরিচালনা করছি।

নিহতের বোনের স্বামী রুবেল ঢাকা পোস্টকে বলেন, ভোরে আপাকে (রূপা) ছুরিকাঘাত করে তার স্বামী জাহের পালিয়ে যায়। জাহের শ্রমিক হিসাবে কাজ করত। তাদের দুই ছেলে রয়েছে। তারা যাত্রাবাড়ী থানার গোবিন্দপুর এলাকার ২৬/৫৩ নম্বর বাসায় ভাড়া থাকত।জাহেরের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর মাটিন গ্রামে। তার বাবার নাম মো. হাফেজ।

যাত্রাবাড়ী থানার (উপপরিদর্শক) এসআই মাহমুদা রহমান জানান, পারিবারিক কলহের জেরে শনিবার ভোর ৪টায় চাকু দিয়ে রূপার বুকের বাম পাশে আঘাত করেন জাহের। এতে রূপা ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিক ভাবে জানা গেছে। রূপার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এসএএ/এইচকে