অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাইমুনা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায়।
বিজ্ঞাপন
নিহত শিশুর বাবা মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, ঘাতক সিএনজিটিকে স্থানীয়রা আটক করেছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।
বিজ্ঞাপন
এসএএ/আইএসএইচ