চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সালমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাব বলছে, গ্রেফতার নারী একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। 

বুধবার ভোরে রাজধানীর খিলক্ষেত থেকে ওই নারীকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। 

তিনি বলেন, বিভিন্ন বাসা-বাড়িতে নিরাপত্তাকর্মী বা বডিগার্ডের চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের বিপুল পরিমাণ অর্থ হাতিয়েছেন সালমা।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার নারীর বিষয়ে আজ (বুধবার) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জেইউ/আরএইচ