চট্টগ্রামের হাটহাজারীর নন্দীর হাট, সন্দ্বীপ পাড়া ও জামতলা এলাকার তিনটি পৃথক ঘর থেকে উদ্ধার করা ২১টি সাপ জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ।  

বুধবার বিকেলে বন বিভাগের জঙ্গলে সাপগুলো অবমুক্ত করা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের। 

তিনি বলেন, বুধবার সকালে নন্দীরহাটের পূর্ব পার্শ্বে শাহ আলমের বাড়িতে ১৮টি পদ্ম গোখরার বাচ্চা দেখতে পায় পরিবারের লোকজন। এরপর স্থানীয় মাধ্যমে খবর পেয়ে সাপের বাচ্চাগুলো আমরা উদ্ধার করি। 

দুপুরে হাটহাজারী সন্দ্বীপ পাড়ার নোয়া মিয়া সরদারের বাড়ি থেকে একটি দুধরাজ সাপ এবং বিকেলে জামতলা এলাকার মো. হৃদয়ের বাসা থেকে দুটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়।

সবকটি সাপ হাটহাজারীর পাহাড়ের গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে বলে জানান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের।

কেএম/আরএইচ