না.গঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্নে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় তাদের হাসপাতালে আনা হয়। দগ্ধরা হলেন- হযরত আলী (২৫), সিরাজুল ইসলাম (৬০) ও বেলায়েত হোসেন (৬০)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে হযরত আলীর ১০০ শতাংশ, সিরাজুল ইসলাম ৬৫ শতাংশ এবং বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হচ্ছে।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস