রাজধানীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বিষপানে শারমিন আক্তার স্মৃতি (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
গৃহবধূ স্মৃতির স্বামী বাবুল শিকদার ঢাকা পোস্টকে বলেন, আমি ঘরের বাইরে ছিলাম। বাসায় এসে ছেলের কাছে জানতে পারি তার মা বমি করছে। তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণে গতকাল (রোববার) তার ভাইয়েরা এসে তাকে বুঝিয়ে যায়।পরে আজ সে এই কাজ করল। আমি রাস্তায় হকারি করে ওষুধ বিক্রি করি। আমার ৫ বছর বয়সী একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি মেয়ে আছে। এখন কী করব কিছুই বুঝতেছি না।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস