ভোরের কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা/ ফাইল ছবি

মাঘ মাস যতই সামনের দিকে এগোচ্ছে শীতের তীব্রতা ততোই বেড়ে চলছে। দেশের গ্রামাঞ্চলের মতো রাজধানীতেও ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। ঢাকায় এ বছরের মধ্যে আজই (২৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে দেশের উত্তরাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহও শুরু হতে যাচ্ছে।

বুধবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ ওমর ফারুক ঢাকা পোস্ট-কে বলেন, এ বছরের মধ্যে আজকেই সর্বনিম্ন তাপমাত্রায় পৌঁছেছে ঢাকা ও রাজধানী। ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা আরও কমতে পারে। গত বছর ১০ এর নিচে তাপমাত্রা ছিল একবার।

এ আবহাওয়াবিদ বলেন, সাধারণত উত্তরবঙ্গ থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ। ধীরে ধীরে ঢাকার দিকে আসবে। ওই সময়ে তাপমাত্রা আরও কমতে পারে। তবে এখন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর পশ্চিম অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কোনো পরিবর্তন নেই। পাঁচ দিনের মধ্যে সামান্য পরিবর্তন দেখতে পাচ্ছেন আবহাওয়াবিদরা। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগীয় অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১১ দশমিক ৯ ডিগ্রি, ময়মনসিংহে ১২, চট্টগ্রামের রাঙ্গামাটিতে ১০ দশমিক পাঁচ, সিলেটের শ্রীমঙ্গলে ১০, খুলনার চুয়াডাঙ্গায় ১০ দশমিক দুই, বরিশালে ১২ দশমিক তিন, রাজশাহীর ঈশ্বরদীতে ১০ দশমিক শাত ডিগ্রি সেলসিয়াস ছিল।

আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, গতকাল থেকে আজ পর্যন্ত রাজধানীতে বেশ শীত অনুভূত হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট অনেক বেশি বলে জানা গেছে। মূলত সব এলাকাতেই ১২ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এতে শীতের আধিপত্যই বেশি দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকায় শীতের সঙ্গে হালকা বাতাসও রয়েছে।

একে/এফআর