তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নবম গ্রেডভুক্ত সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পাচ্ছেন ১৭ জন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ওই ১৭ জনকে সহকারী প্রকৌশলী হিসেবে নির্বাচিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আগামী ৫ ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে নিয়োগ পাবেন।

শুক্রবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মানবসম্পদ ও উন্নয়ন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে তারা নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বিভিন্ন বিভাগের জন্য এসব সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এএসএস/এসকেডি