এএফসি হেলথের সঙ্গে কাজ করছে ভারতের মনিপাল হসপিটালস
দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ শুরু করেছে ভারতের মনিপাল হসপিটালস গ্রুপ। বাংলাদেশের এএফসি হেলথ লিমিটেডের মালিকানাধীন হাসপাতালের অপারেশন এবং ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে ভারতের এ হসপিটালস গ্রুপটি।
রবিবার (২৫ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সম্মেলনে মনিপাল হেলথ এন্টারপ্রাইজের গ্রুপের সিওও কার্তিক রাজা গোপাল বলেন, বাংলাদেশ নিয়ে বিশেষ পরিকল্পনা আছে আমাদের। এএফসি হেলথের সঙ্গে হাত মিলিয়ে অনেক দূর যাবার চিন্তা আছে। ভারতীয় হাসপাতালের সকল ট্রিটমেন্ট প্রোটকল ফলো করা হবে এখানকার হাসপাতালগুলোতে ও ভারতীয় মানের সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলে, এএফসি মালিকানাধীন হাসপাতালগুলোর সেবার মান বাড়াতে আমরা নিয়মিত নতুন নতুন টেকনোলজি এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বিনিময় করব।
বিজ্ঞাপন
এএফসি গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সারোয়ার হোসেন তার বক্তব্যে মনিপাল হসপিটাল গ্রুপকে ধন্যবাদ জানান এবং মনিপাল এএফসি হসপিটালসের সব দিক এবং সেবাসমূহ উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মনিপাল হসপিটালসের সঙ্গে চুক্তির ফলে ঢাকার বাহিরের রোগীরা আরও উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবেন।
মনিপাল হসপিটালস গ্রুপ ভারতের দ্বিতীয় বৃহৎ হসপিটাল চেইন যারা ১৫টি শহরে সর্বমোট ৭ হাজার ৬০০ বেডের ২৭ টি হাসপাতালে পরিচালনা করে। ভারতের এইসব হাসপাতাল পরিচালনার জন্য ৪ হাজারের বেশি ডাক্তার এবং ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছে। মনিপালের হাসপাতালগুলোতে সারা বিশ্ব থেকে আগত রোগীদের জন্য বিশ্বমানের সমন্বিত সেবা দেওয়া হয়।
আইএসএইচ