মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ৪৭টি প্লাস্টিকের বোতল থেকে ২৮ হাজার ১২০ পিস ইয়াবা জব্দসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রোববার (২৮ নভেম্বর) চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে মো. আনোয়ার হোসেন (২৯) নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।  

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি চট্টগ্রামের দিকে আসছেন- গোপন সংবাদ ছিল আমাদের কাছে। এ সংবাদের ভিত্তিতে শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু হয়। তখন আনোয়ার তল্লাশিতে পড়েন। তার মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ৪৭টি বোতল থেকে ২৮ হাজার ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাকে আটকের পাশাপাশি মোটরসাইলও জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আনোয়ার কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। 

কেএম/আরএইচ