গণপরিবহনে হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টার মতো ওয়াসা এলাকার সড়কের একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরের ওয়াসার মোড়ে সড়কের একপাশে অবস্থান নেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া মহসিন কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, আমরা গণপরিবহনে হাফ ভাড়া দিতে চাই। আমরা হাফ পাস চাই। পাশাপাশি সড়কে যেন নিরাপদভাবে চলতে পারি সে নিশ্চয়তা চাই। আমরা চাই না সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাক। সরকারের কাছে আবেদন শিক্ষার্থীদের জন্য সরকার যেন হাফ পাসের ব্যবস্থা করে দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া চট্টগ্রাম পাথরঘাটা সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী আওয়াল করিম বলেন, যারা গণপরিবহন ব্যবহার করে তারা অনেকেই মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। সুতরাং শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গণপরিবহনে ভাড়া অর্ধেক করার দাবি জানাচ্ছি।

জেডএস