শত্রুতার জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সাভারে সিএনজি চালক সোহেল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মানিককে (৩৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুরে অভিযান চালিয়ে র্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। র্যাবের দাবি সোহেল হত্যার সঙ্গে মানিক সরাসরি জড়িত। তার বাড়ি তার বাড়ি রাজবাড়ীতে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গত ২০ নভেম্বর মানিক ও অন্যান্য পলাতক আসামিরা সোহেল হোসেনকে (৩০) বাসা থেকে ডেকে নিয়ে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডেলটার মোড় সংলগ্ন একটি গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর ফেলে এলোপাথাড়ি মারধর করে। পূর্ব শত্রুতার জেরে তারা এই ঘটনা সংঘটিত করে।
এক পর্যায়ে গ্রেফতার মানিক এবং অন্যান্য আসামিরা সোহেল হোসেনকে ছুরিকাঘাত করেন। পরে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
বিজ্ঞাপন
হত্যার পরপরই জড়িতরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। র্যাব-৪ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, মামলার প্রধান আসামি দিনাজপুরের বিরামপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে সোমবার সাঁড়াশি অভিযান পরিচালনা করে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। ভিকটিম ও হত্যাকারী পূর্ব পরিচিত। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়।
জেইউ/এমএইচএস