অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২৩টি বাসকে ১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১১টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিআরটিএর এনফোর্সমেন্ট শাখা সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ১৬৮টি ডিজেলচালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ২৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ১টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয় এবং একজন দালালকে কারাদণ্ড প্রদান করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। 

পিএসডি/এসকেডি