রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মাদক বিক্রির অভিযোগে দুই নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে মোসা. হালিমা (৪৮), ও মোসা. শাহিদা আক্তার মমতাজ (৪৪) নামে ওই দুই নারীকে আটক করে। তাদের কাছ থেকে ২৩৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। 

র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক জানান, র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই নারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এএসপি ফজলুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব-২ জানতে পেরেছে, আটক হওয়া নারীরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে। পরে নানা কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জেইউ/এসকেডি