রেড ক্রিসেন্ট সোসাইটির আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ‘আনস্টপেবল’ শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির জাতীয় সদরদফতরে দুই দিনব্যাপী এই প্রদর্শনী চলবে রোববার (৫ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত।
শনিবার (৪ ডিসেম্বর) রেড ক্রিসেন্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, আলোকচিত্র প্রতিযোগিতায় সারাদেশের পাঁচশ আলোকচিত্রী অংশ নিয়েছেন। প্রতিযোগীদের পাঠানো প্রায় দুই হাজার ছবি থেকে জুরি সদস্য প্রখ্যাত আলোকচিত্রী তাসলিমা আকতার, শফিকুল আলম কিরণ এবং এম রাকিবুল হাসান যাচাই ও বিচার প্রক্রিয়া শেষে তিনজন বিজয়ীসহ সেরা আটজনের নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ হেদায়েত সরকার, দ্বিতীয় স্থান এসএম আরিফুল আমিন এবং তৃতীয় স্থান অধিকার করেন মো. সাইফুল আমিন। প্রতিযোগিতায় নির্বাচিত ৫০টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে স্থান পেয়েছে করোনাকালীন ভয়াবহতাসহ সে সময়ের সাক্ষ্য দিচ্ছে এমন ছবি।
শনিবার সোসাইটির জাতীয় সদরদফতরে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার।
এনআই/এইচকে