ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৪টি স্থানে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার এসব আদালত পরিচালনা করে এক লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

বিআরটিএর এনফোর্সমেন্ট শাখা জানায়, ভ্রাম্যমাণ আদালত ১৯২টি বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা এবং বাড়তি ভাড়ার বিষয়ে যাচাই-বাছাই করে দেখেন। ডিজেলচালিত ছয়টি বাসকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রুট ভায়োলেশনের কারণে আদালত আটটি বাসকে ২৫ হাজার ৫০০ হাজার টাকা জরিমানা করেন। অন্যান্য আইনে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রুট পারমিট না থাকায় একটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক মো. সরওয়ার আলম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে তদারকি করেন।

পিএসডি/আরএইচ