মাদারীপুরের হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার
মাদারীপুর জেলার শিবচর থানার হত্যা মামলায় আরমান শেখ নামে মূল অভিযুক্তকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।
গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল বলেন, গত ২৩ নভেম্বর দুপুরে ভিকটিম দাদন চোকদারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত আরমান শেখসহ জড়িত অপর আসামিরা।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভিকটিমের ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবচর থানায় হত্যা মামলা হয়।
সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল বলেন, শিবচর থানা পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতারে সহায়তা চেয়ে গোয়েন্দা রমনা বিভাগে অভিযোপত্র দাখিল করে।
বিজ্ঞাপন
এরপর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তান কাপতান বাজার এলাকা থেকে গোয়েন্দা রমনা বিভাগ ও শিবচর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আরমান শেখকে শিবচর থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান গোয়েন্দা এ কর্মকর্তা।
জেইউ/জেডএস