দেশে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি বিভিন্ন সংগঠনের
দেশে সঠিকভাবে মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানবাধিকার মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। শুক্রবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, একটি দেশে মানবাধিকার থাকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সেটির চর্চা অনেকাংশেই কম। দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। এখনও আমাদের দেশে পুরোপুরি মানবাধিকার প্রতিষ্ঠা পায়নি। তাই আমরা দেশে মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানবাধিকার মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছি।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, মানবাধিকার কর্মীরা মানবাধিকার সুরক্ষায় নিরলসভাবে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে এবং দিবসটি পালন করে আসছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতিসংঘ মানবাধিকার স্মারকে স্বাক্ষর করা আমাদের বাংলাদেশ বিভিন্নভাবে বিশেষ করে নারী ও শিশুর অধিকারসহ মানুষের অধিকার সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। আমাদের সংবিধান মানবাধিকার প্রতিষ্ঠাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। বর্তমানে দেশ ও গোটা বহির্বিশ্বে কোথাও না কোথাও মানবাধিকার চরম লঙ্ঘন হচ্ছে।
তারা বলেন, মানুষের মৌলিক পাঁচটি অধিকার– অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সামাজিক নিরাপত্তা মানুষের জন্মগত অধিকার। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের মাত্রা বেড়েছে। এর প্রতিকারে সব শ্রেণির, দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে দেখা যায়– বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি, প্রিজার্ভেশন অব বাংলাদেশ ওম্যান অ্যান্ড চিল্ড্রেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং সচেতন হিজড়া অধিকার সংঘকে।
এমএইচএন/এসএসএইচ