গত ৮ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসায় চাঞ্চল্যকর ও আলোচিত চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি দল। এ সময় চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি ও চোরাই আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭/বি বাড়িতে দুই চোর প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে।

এই দৃশ্য আবার লন্ডনে বসে দেখেন বাড়ির মালিক একরামুল ওয়াদুদ। সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনাটি দেখে নিরাপত্তাকর্মীকে ফোনে জানান তিনি।

এ ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ করেছেন ওই বাসার নিরাপত্তাকর্মী আফাজ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডির পাঁচতলা বাড়ির তিনতলায় বসবাস করতেন লন্ডন প্রবাসী একরামুল ওয়াদুদ। তিনি দেশের বাইরে থাকায় বাড়িতে ছিলেন নিরাপত্তাকর্মী আফাজ। ঘটনার দিন ওই ফ্ল্যাটের দক্ষিণ-পশ্চিম পাশের রুমের জানালার গ্রিল কেটে প্রবেশ করে চোরচক্র। এ সময় তারা প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লাখ টাকা চুরি করে নিয়ে যায় এবং রুমের কয়েকটি আলমারি তছনছ করে।

ঘটনার পর ধানমন্ডি থানার পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিআইডির ক্রাইম ইউনিট আলামত সংগ্রহ করে।

জেইউ/এমএইচএস