এক হাজার মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে ‘আমরাই কিংবদন্তী’
নীলফামারীতে প্রায় এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই কিংবদন্তী’।
শুক্রবার (১০ ডিসেম্বর) নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও কর্মহীন মানুষেরা শীতবস্ত্র নিতে আসেন। তাদের হাতে একেএকে শীতবস্ত্র তুলে দেন আমরাই কিংবদন্তী সংগঠনের সদস্যরা।
বিজ্ঞাপন
সংগঠনের অন্যতম সমন্বয়কারী মো. নাজমুল হোসেন ও স্বেচ্ছাসেবক মো. রেদওয়ান আতিক জানান, প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানের দরিদ্র ও অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে আসছে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন। এ ধরনের সহায়তা দিনে দিনে আরও বৃদ্ধি করা হবে। মানুষকে শীতের কষ্ট থেকে বাঁচাতে আমরা আজ এখানে শীতবস্ত্র নিয়ে এসেছি। একইসঙ্গে আমরা পঙ্গু হয়ে যাওয়া ৪ ব্যক্তিকে হুইল চেয়ার এবং ২ নারীকে সেলাই মেশিন কিনে দিচ্ছি। এতে তাদের জীবনধারণ একটু হলেও সহজতর হবে।
বিজ্ঞাপন
এ সময় শীতবস্ত্র ছাড়াও দুইশ মানুষের হাতে পেট্রোলিয়াম জেলি তুলে দেওয়া হয়েছে।
‘প্রজেক্ট অবলম্বন’-এর আওতায় ৪টি হুইল চেয়ার ও ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ‘আমরাই কিংবদন্তী’ ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি মানুষের সেবায় কাজ চালিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ।
জেএস/এইচকে