বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইথিওপিয়ায় চিত্র প্রদর্শনী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্র প্রদর্শনী করেছে বাংলাদেশ দূতাবাস, আদ্দিস আবাবা। রোববার (১২ ডিসেম্বর) ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, চিত্র প্রদর্শনীর মূল বিষয়বস্তু ছিল ‘ইথিওপীয় আর্টিস্টদের রঙতুলিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতের আমন্ত্রণে প্রধান অতিথি ছিলেন ইথিওপীয় সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক প্রতিমন্ত্রী মেসফিন চ্যারিনেট। তিনি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর ঐহিতাসিক নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশের চলমান উন্নয়ন এবং অব্যাহত অগ্রগতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
রাষ্ট্রদূত ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ এবং ইথিওপিয়ার মধ্যে ঐতিহাসিকভাবে সাড়ে পাঁচশ বছরের পুরোনো বিদ্যমান উষ্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যৎ দিনগুলোতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ইথিওপীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী দেশটির চিত্রশিল্পী ও বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি রাষ্ট্রদূত ও দূতাবাসের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকটি প্রতিকৃতি, ১৯৭১ সালের মুক্তিসংগ্রাম, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী দর্শনীয় স্থাপত্যের ওপর আঁকা চিত্র প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশের অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য, রফতানিযোগ্য পণ্য, উন্নয়নের বর্তমান ধারা, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপগুলোর ওপর রচিত বিভিন্ন পোস্টার, সাময়িকী, বই, বুলেটিন ও লিফলেট প্রদর্শনসহ বিতরণ করা হয়।
এনআই/এসএসএইচ