মেজর পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা : গ্রেফতার ৩
মেজর পরিচয়ে লোকজনকে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতাররা হলেন- মো. ইকবাল হোসেন (৪৯) মজিবর রহমান (৩৯) ও মল্লিক সামসুল আরেফিন (৬৫)।
বিজ্ঞাপন
মোহাম্মদপুর থানায় দায়ের করা প্রতারণার মামলায় শনিবার (১১ ডিসেম্বর) তাদের রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের একটি দল।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গত ১০ অক্টোবর সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের টিম চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে মামলা দেয়। মোহাম্মদপুর থানার মামলা নং ৩২।
বিজ্ঞাপন
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চক্রটির কিছু সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হয়ে মেজর পরিচয় দিয়ে পরস্পর যোগসাজস করত। সহজ সরল চাকরি প্রার্থীদের সেনাবাহিনীর অফিস করণিক, মেসওয়েটার, স্টোরম্যান পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়।
চাকরির ইন্টারভিউ কার্ড সরবরাহ, রেস্টুরেন্টে সেনাবাহিনীর মেজরের পোশাক পরিধান করে সাক্ষাৎকার গ্রহণ, চাকরির নিয়োগপত্র দেয়। পরে নিয়োগপত্র নিয়ে যোগ দিতে গেলে ভুক্তভোগীরা জানতে পারে তাদের নিয়োগপত্র ভুয়া। এভাবে চক্রটি বিপুল অংকের টাকা গ্রহণ ও আত্মসাৎ করে আসছিল। নতুন করে চক্রের এই তিন সদস্যকে শনিবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের সম্পর্কে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, তাদের তিনজনের মধ্যে দুজন নিজেকে মেজর পরিচয় দিত ও একজন বড় ব্যবসায়ী পরিচয় দিত। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের চেক বই, চারটি মোবাইল ফোন, চাকরির আবেদন ফরম উদ্ধার করা হয়েছে।
জেইউ/জেডএস