রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. খলিল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

উদ্ধার করে নিয়ে আসা পথচারী আশরাফ ঢাকা পোস্টকে বলেন, সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে পেট্রোল পাম্পের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন খলিল। আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। পরে তার পাকস্থলী ওয়াশ করা হয়। সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে তার খালাতো ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়। পরে তাকে চিকিৎসক মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সায়েদাবাদ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছিলেন এক পথচারী। পরে তার পাকস্থলী ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

এসএএ/জেডএস