যাত্রাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে অভিযান চালিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, তৌহিদুল ইসলাম সবুজ ও সাখায়াত হোসেন সাগর। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সবুজ ও সাগরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
বিজ্ঞাপন
জেইউ/ওএফ