মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে আইন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, একেএম আমিন উদ্দিন মানিক ও মো. রেজাউল করিম, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান লিখন, তামান্না ফেরদৌস, মাহজাবিন রাব্বানী দীপা, মো. সাইফুল আলম, মো. মিজানুর রহমান, মো. শাহনেওয়াজ, মো. বাহার আল-রাজী, মো. রুহুল আমিন, জাহিদ আহমেদ হিরো, মো. রেজাউল হক, বিনয় কুমার ঘোষ, হেলেনা বেগম চায়না, আন্না খানম কলি, হুমায়ুন কবির, ফারহানা আফরোজ রুনা, সাঈয়্যেদা জাহিদা সুলতানা রত্না, রোকেয়া আক্তার, আবু নাসের স্বপন, আবুল হাসান, সায়েম মো. মুরাদ, আনিসুল মাওয়া আরজু উপস্থিত ছিলেন।
এমএইচডি/এমএইচএস
বিজ্ঞাপন