ফুল, ফল ও মিষ্টি পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর কলেজ গেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু ফুল, ফল ও মিষ্টিসহ উপহার সামগ্রীগুলো মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এইউএ/এসকেডি