সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে অবকাঠামো ও সড়ক উন্নয়নের কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ অভিযাত্রা : সহজ, টেকসই ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে অংশ নেন বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে অবকাঠামো ও সড়ক উন্নয়নের কাজগুলো বাস্তবায়ন করছি। একনেকে প্রকল্প উঠলেই প্রধানমন্ত্রী তা ৫-৭ মিনিটের মধ্যে পাস করে দেন। আমরা উন্নয়ন করতে চাই।

সেমিনারে অধ্যাপক ড. সামছুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল, নৌ, সড়ক খাতে সমান গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সে জায়গা থেকে সরে এসে বেশি গুরুত্ব দিয়েছি সড়কে। তাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এক কেন্দ্রিক হয়ে গেছে। দেশে ৮৪ শতাংশ যাত্রী পরিবহন করা হয় সড়ক পথে। ৮৮ শতাংশ মালামাল পরিবহন হয় সড়কে।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, আমাদের সড়কের উন্নয়ন হচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে রাজধানীতেই কোনো সিগন্যাল বাতি জ্বলছে না। তার অন্যতম কারণ হলো সমন্বয়ের অভাব।

পিএসডি/এসকেডি