চাঁদাবাজি করতে গিয়ে র‍্যাবের হাতে আটকরা

ঢাকার শাহ আলী থানা এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় ছয়জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

আটকরা হলেন মো. রমজান (২৮), মো. ঝন্টু (৩৫), মো. আবু সাইদ (২৮), মো. আলমগীর হোসেন (৩৮), মো. জুয়েল হাওলাদার (২৯) ও মো. মেহেদী হাসান (২০)। তাদের কাছ থেকে ছয় হাজার ৯৩৭ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে গোপন সংবাদে জানতে পারি, শাহ আলী এলাকায় কয়েকজন প্রকাশ্যে চাঁদাবাজি করছেন। তথ্য যাচাই-বাছাই করে র‍্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। 

তিনি আরও বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে শাহ আলী এলাকায় চাঁদাবাজি করে আসছেন। বিভিন্ন দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা নিতেন তারা। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তারা ভয়-ভীতি দেখানোসহ প্রাণনাশ ও নির্দিষ্ট স্থান থেকে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিতেন। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

এমএসি/আরএইচ