রাজধানীতে তাপমাত্রা বেড়েছে
রাজধানীতে রোববার (১৯ ডিসেম্বর) সকালের তাপমাত্রা শনিবারের (১৮ ডিসেম্বর) তুলনায় কিছুটা বেড়েছে। একইসঙ্গে শনিবারের মতো আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, রাজধানীতে আজ গতকালের তুলনায় তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি। আজ রাজধানীতে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রাতের দিকে তাপমাত্রা কমবে। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা কালকের তুলনায় একটু বেশি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল রাতের তাপমাত্রা একটু বেশি ছিল। তবে আজকে তাপমাত্রা কমবে। শৈত্যপ্রবাহের বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কারণ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে এখনও তাপমাত্রা বেশি আছে। সেক্ষেত্রে আমরা পূর্বাভাসে বলেছি, কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কমবে, তবে হুট করেই তাপমাত্রা নেমে যাবে না।
বিজ্ঞাপন
শনিবার আবহাওয়াবিদ একে রুহুল কুদ্দুস ঢাকা পোস্টকে বলেছিলেন, ২০ ডিসেম্বরের (সোমবার) পর শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর/জেডএস
বিজ্ঞাপন