অনলাইনে হেলথ ফরম পূরণ না করলে ঢুকতে দেবে না শ্রীলংকা
বাংলাদেশ থেকে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে জমা না দিলে দেশে ঢুকতে দেবে না শ্রীলংকা। সম্প্রতি বিশ্বব্যাপী করোনার ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেয় তারা।
দেশের ট্রাভেল এজেন্সিগুলোকে এক চিঠিতে এতথ্য জানায় শ্রীলংকান সিভিল এভিয়েশন অথরিটি।
বিজ্ঞাপন
চিঠিতে তারা জানায়, বাংলাদেশ থেকে শ্রীলংকা যাওয়া প্রতিটি যাত্রীকে যাত্রা শুরুর আগে অনলাইনে হেলথ ডিক্ল্যারেশন ফরম পূরণ করে জমা দিতে হবে। ফরম পূরণের পর ফিরতি বার্তায় দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে একটি কিউআর কোড দেওয়া হবে। যাত্রীরা সেই কিউআর কোড মোবাইলে বা ই-মেইলে সেভ রাখতে পারেন। শ্রীলংকার বিমানবন্দরে প্রবেশের সময় এই কিউআর কোড স্ক্যান করে যাত্রীদের ঢুকতে দেওয়া হবে। ফরম পূরণ না করে কেউ শ্রীলংকা প্রবেশ করতে পারবে না।
হেলথ ডিক্ল্যারেশন ফরমে যাত্রীর নাম-ঠিকানা, পাসপোর্ট নম্বর, আগমন ও বহির্গমনের তারিখ, সর্বশেষ জ্বর-কাশিতে আক্রান্তের তথ্য, গত ১৫ দিনে কোন কোন দেশ ভ্রমণ করা হয়েছে, করোনা টেস্ট ও ভ্যাকসিনের ডোজ সংক্রান্ত প্রশ্নের উত্তর চাওয়া হবে।
বিজ্ঞাপন
দেশটির সিভিল এভিয়েশন আরও জানায়, বাংলাদেশ থেকে শ্রীলংকাগামী প্রত্যেক যাত্রীর করোনার পূর্ণাঙ্গ ডোজ ভ্যাকসিন দেওয়ার সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি যাত্রীকে যাত্রা শুরু করার ৭২ ঘণ্টার মধ্যে করোনার আরটি পিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
অনলাইনের ফরম পাওয়া যাবে এই লিংকে (https://airport.lk/health_declaration/index)
বর্তমানে ঢাকা থেকে শ্রীলংকার কলম্বোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে শ্রীলংকান এয়ারলাইন্স। এই রুটে প্রতিদিন একটি ফ্লাইট রয়েছে তাদের।
এআর/জেডএস