বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় মিছিল করেছে সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম। মিছিলে চট্টগ্রামের বিভিন্ন মাদরাসার আলেম-ওলামারা অংশ নেন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় জমিয়তুল ফালাহ মসজিদ থেকে শুরু হয়ে জামালখান প্রেসক্লাব চত্বরে এসে বিজয় মিছিলটি হয়।

মিছিল শেষে জেলা প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান।

তিনি বলেন, আমরা অনেক ভাগ্যবান প্রজন্ম এজন্য যে আমরা একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের গৌরবের বিজয়ের ৫০ বছর পালন করতে পারছি। এই বিশাল প্রেরণাকে ধারণ করতে পারলে বর্তমান প্রজন্ম আগামী দিনে এই সোনার বাংলাদেশকে হীরার বাংলাদেশে পরিণত করতে পারবে। অগাধ দেশপ্রেম, বিনয় ও মানুষকে নিঃস্বার্থভাবে ভালবাসা ছাড়া এটা সম্ভব না।

সভাপতির বক্তব্যে সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, সুচিন্তা দীর্ঘদিন ধরে দেশের বিশ্ববিদ্যালয় ও মাদরাসাগুলোতে কাজ করছে। কোমলমতি ছাত্র ছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা, জাতীয় সংগীত, জয় বাংলা, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তথা দেশপ্রেমে প্রথিত করাই আমাদের উদ্দেশ্য। অসাম্প্রদায়িক, জঙ্গিবাদ মুক্ত ও উন্নত বাংলাদেশ গঠনে দেশপ্রেমের বিকল্প নেই। জাতির জনকের স্বপ্ন পূরণে মাদরাসার ছাত্র-ছাত্রীদের মূল ধারায় সম্পৃক্ত করতে সুচিন্তা কাজ করে যাবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামেয়া জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোসাহেব উদ্দীন বখতিয়ার, তরুণ ইসলামিক স্কলার সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এস এম বোরহান উদ্দীন, ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুনিরুজ্জামান, নেছারিয়া কামিল মাদরাসার শায়খুল হাদিস মাওলানা এনামুল হক সিকদার, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান, প্রভাষক মুহাম্মদ তারেকুল ইসলাম ,সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ইমরান।

সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী বলেন, মুক্তিযুদ্ধ ছিল বাঙ্গালির অস্তিত্বের যুদ্ধ। মাতৃভূমি স্বাধীন করতে যারা জীবন দিয়েছেন তারা সবাই শহীদ। আর শহীদরা ইহকাল এবং পরকাল দুই জায়গায় সফল ও সবচেয়ে সম্মানিত।

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রামের সদস্য শুকলাল দাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক ডা. হোসেন আহম্মদ, আবুল হাসনাত চৌধুরী, যুবনেতা দেবাশীষ পাল দেবু, কার্যকরী সদস্য বোখারী আজম, প্রণব চৌধুরী, সৈয়দ আহমেদ রেজা, সাইদুল্লাহ ফতেহপুরী ও তরুণ সংগঠক আরেফিন শাফী।

এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক বিশ্বজিৎ পাল, মো. সাহাব উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাজিবুল ইসলাম সজিব, মাকছুদুর রহমান, শামীম উদ্দিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, ইফতেখার ইফতি, জাবেদ।

কেএম/এমএইচএস