রাজৈর ও দোয়ারাবাজার উপজেলার ভোট ২৭ জানুয়ারি
আগামী ২৭ জানুয়ারি মাদারীপুর ও সুনামগঞ্জের দুটি উপজেলায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মাদারীপুর জেলার রাজৈর ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে উপ-নির্বাচনের বিষয়ে জানায় ইসি।
ইসি আদেশে জানায়, এ দুই উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং জনস্বাস্থ্য নিশ্চিত করে নির্বাচনী প্রচারণা, ভোটগ্রহণ ও নির্বাচনী অন্যান্য কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ জানুয়ারি, আপিল দাখিলের শেষ সময় ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১২ জানুয়ারি (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ২৭ জানুয়ারি।
ইসি জানায়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী আদেশ জারি করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে জারি করা সব আদেশ, পরিপত্র এবং আইন ও বিধি অনুসরণ করে এ দুই উপজেলা পরিষদে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।
বিজ্ঞাপন
এসআর/এসএসএইচ