রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নির্মাণাধীন ভবনের রড পড়ে মাজেম আলী (৫৭) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় মাজেম আলীর মাথায় রড পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মিলন ঢাকা পোস্টকে বলেন, বাবা বিকেলে এই নির্মাণাধীন ভবনের কাজ দেখতে যান। হঠাৎ উপর থেকে মাথায় রড পড়ে গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে মারা যান।

তিনি আরও জানান, আমরা ভাটারা থানার জোয়ার সাহারা এলাকায় ভাড়া থাকি। আমার দাদার নাম মৃত আজগর আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা অবগত আছে।

এসএএ/এইচকে