মা-ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক/ ছবি ঢাকা পোস্ট

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন : জেসমিন (২৬) ও তার ছেলে তামিম (১০)

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ অগ্নিকাণ্ডে দগ্ধ দুইজন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত পরে জানানো হবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। ঝালকাঠির সুগন্ধা নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ লঞ্চটিতে আগুন ধরে। জীবন বাঁচাতে অনেকেই নদীতে লাফিয়ে সাঁতরে তীরে উঠেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
এসএএ/এসকেডি