আশিয়ান হাসপাতালে মা-নবজাতকের মৃত্যুর অভিযোগ
রাজধানীর খিলক্ষেতে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনে ‘অদক্ষতার’ কারণে মা ও নবজাতক ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, খিলক্ষেতে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ‘অদক্ষতার’ কারণে মা ও নবজাতক ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। মামলা নম্বর ১৭। মামলাটি তদন্ত করেছি।
মৃতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অপারেশন টেবিলে চিকিৎসকদের ‘অদক্ষতায়’ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলানাথপুরের ওসমান মিয়ার স্ত্রী শিখা ও তার নবজাতক ছেলে মারা যায়।
বিজ্ঞাপন
সিজারিয়ান অপারেশনের পর নবজাতকের গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এমএসি/এইচকে