ছেলেসহ ডিএনসিসির সাবেক সুপার ভাইজারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অবসরপ্রাপ্ত রেভিনিউ সুপার ভাইজার মো. আব্দুল খালেক ও ছেলে হোসেন আলী আশরাফুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (মঙ্গলবার) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, দুদকের অনুসন্ধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত রেভিনিউ সুপার ভাইজার মো. আব্দুল খালেক ও ছেলে হোসেন আলী আশরাফুলের নামে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার ৩৬৬ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে সঞ্চয় ও আয় মিলিয়ে ৯২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকার বৈধ উৎস পাওয়া গেছে। অর্থ্যাৎ ২ কোটি ৫৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। অন্যদিকে তারা ১ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৩৬১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
সূত্রে আরও জানায়, আসামি মো. আব্দুল খালেক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। আর ওই সম্পদের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা আড়াল করার জন্য ছেলে হোসেন আলী আশরাফুলের নামে স্থানান্তর ও হস্তান্তর করেছেন। দুদকের তদন্তে তার ছেলের নামে রাজধানীর উত্তর বাড্ডায় আলীর মোড়ে সাড়ে ছয় তলা বিশিষ্ট বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরাধ আইনে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।
বিজ্ঞাপন
আরএম/এনএফ