উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
রাজধানীর ভাটারা থানার শেওড়া এলাকায় উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৩টায় মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
উদ্ধার করে নিয়ে আসা পথচারী হাসান মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহতের নাম-পরিচয় নিশ্চিত হতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছিল।
বিজ্ঞাপন
এসএএ/এইচকে