আগামী বছর থেকে অবৈধ, অনুমোদনহীন এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় এ তথ্য জানান তিনি।

মেয়র শেখ তাপস বলেন, আপনারা জানেন দীর্ঘ ৩৪ বছর পর রিকশা নিবন্ধনের কাজ চলছে। অনেক জটিলতা ছিল, অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কার্যক্রমগুলো প্রায় সমাপ্তির দিকে নিয়ে এসেছি। আমরা যেমন গাড়ি রাখার স্থান তৈরি করব তেমনি রিকশা রাখার স্থানও তৈরি করব। সেখান থেকেই যাত্রীরা রিকশায় উঠবে, সেবা নেবেন। এভাবে আমরা ঢাকা শহরের যান চলাচল ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ।

এ সময় সম্প্রতি চালু হওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক বাস সেবার প্রসঙ্গে মেয়র বলেন, আপনারা লক্ষ করেছেন -- আমরা পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছি। আমাদের লক্ষ্য সচল ঢাকা। সচল ঢাকা গড়ার লক্ষ্যে গণপরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগের সফল সূচনা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, যাত্রীরা এই সেবা সাদরে গ্রহণ করেছেন। নিয়মমেনে নির্দিষ্ট যাত্রী ছাউনিতে বাস এসে থামছে, সেখান থেকে যাত্রীরা উঠছেন। ই-টিকেটিংয়ের মাধ্যমে যাত্রীরা সেবা পাচ্ছেন। ফলে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং ভাড়াও একদম সুনির্দিষ্ট হারে নির্ধারিত। আমরা আশাবাদী যে, আগামী বছর আমরা এই ঢাকা শহরে বাস রুট রেশনালাইজেশন সেবা বড় আকারে দৃশ্যমান করতে পারব। 

বোর্ড সভায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে কেন্দ্রীয় শিশু পার্কটির নাম ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’ নামে নামকরণের প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির বিগত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সভার সুপারিশের আলোকে পার্কটির নাম পরিবর্তনের প্রস্তাবনা বোর্ড সভায় উত্থাপিত হয়।

বোর্ড সভায় বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি সংশোধন করা হয়।

বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিন্নাত আলী বিগত ৪ জুলাই মৃত্যুবরণ করেন। এ প্রেক্ষিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫০(৩) এর ধারা মোতাবেক ওই স্থায়ী কমিটি সংশোধন করা হয়।

বোর্ড সভায় করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এএসএস/আইএসএইচ