এম ভি অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ নিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

খালিদ মাহমুদ আজ সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

অন্যদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকার সময় যাত্রীবোঝাই ওই লঞ্চটিতে আগুন লাগে এবং এতে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু ঘটে। বেশিরভাগ মানুষ এতটা পুড়ে যায় যে তাদের মরদেহ চিহ্নিত করা যায়নি। বাসস। 

এনএফ