বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেসের (বাফলার) উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে শ্যামলীর এস ও এস শিশু পল্লীতে এ উদ্যোগের আয়োজন করে ছায়াতল বাংলাদেশ।

আনন্দমুখর পরিবেশে শিশু পল্লীর অডিটরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মান উন্নয়ন নিয়ে অনেকদিন ধরেই কাজ করে আসছে বাফলার ও ছায়াতল বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শাহানাজ খুশি, আবু হেনা রনি, বাফলার কার্যনির্বাহী সদস্য খান মোহাম্মদ আলী এবং ছায়াতল বাংলাদেশের মহাসচিব শাহীনুর আক্তার সোহানা।

আইএসএইচ